আমরা মাঝে মধ্যেই অতীতের স্মৃতি রোমন্থন করি। ফেসবুকে “অন দিস ডে” আসে। আমরা শেয়ার দেই। ঈশ! যদি ফিরে যেতে পারতাম! অথবা নিজেদের আড্ডায় বলে উঠি, “দেখতে দেখতে এত দিন হয়ে গেল! ঈশ! যদি ফিরে যেতে পারতাম!” অথচ আমরা জানি আমরা ফিরে যেতে পারব না। আমরা জানি আজকের এই মুহূর্তটা আরেকটু পরেই অতীত হয়ে যাবে। তারপর […]