দুই উস্তাদ আমার সামনে বসে বিল্ডিংয়ে কি কি থাকবে ঠিক করার চেষ্টা করছেন। আমি সামনে বসে তাদের কথা শুনছি আর উনাদের মুখের দিকে তাকিয়ে আছি। দুজনের চোখেমুখেই আলোর ঝলকানি। তাকিয়েই থাকতে ইচ্ছা করে। ‘দোতলার এই পাশে একটা ছোট রুম লাগবে।’ ‘আর সিড়ির নিচে মাল সামানা রাখার জন্য স্টোররুমটা ?।’ ‘ওটা তো অবশ্যই।আর লাইব্রেরী রুমের পাশাপাশি […]