জীবনে হাপিয়ে উঠে অনেকেই ‘রিসেট’ বাটন খুজেন। আহ! যদি থাকত! সব নতুন করে সাজাতাম – এই থাকে আফসোস!
হ্যাঁ! আমি বিশ্বাস করি আছে একটা রিসেট বাটন। আর তা হলো পূর্ণরূপে দ্বীন ইসলামে ঢুকে পড়া, পূর্ণাঙ্গ আত্মসমর্পণ। কাট-ছাট করা না, এক চিমটি সেক্যুলারিজম, এক চিমটি নামাজ রোজার দ্বীন না, রসুলল্লাহ (সা) এর আনীত ইসলাম।
রোজা বড় একটা রিসেট বাটন! নামাজ পড়ুন, আল্লাহর সন্তষ্টির উদ্দেশ্যে রোজা রাখুন, বদ অভ্যাস ছাড়ুন, ছোট থেকে ব্রেইনওয়াশড হওয়া ব্রেনটাকে কাজে লাগিয়ে ভিন্নভাবে চিন্তা করুন। রাসুল (সা) এর জীবনী পড়ুন, কুরআনের তাফসির পড়ুন, ইসলাম নিয়ে জানুন। জীবন কি, মরণ কি, জীবনের উদ্দেশ্য কি এসব নিয়ে ভাবুন।
আর আল্লাহর কাছে খাস দিলে তওবা করুন। সাহায্য চান তার কাছে। আস্তে আস্তে বদ অভ্যাস ত্যাগ করুন। নেশা ছাড়ুন। হতে পারে মাদকের নেশা, খেলা দেখার নেশা, গেমের নেশা, মুভির নেশা, হারাম রিলেশনের নেশা ইত্যাদি ইত্যাদি!
বেশী বেশী নবীর সুন্নত ধারণ করুন।
জীবনটা রিসেট হয়ে যাবে। চিন্তা করবেন না, শুধু খারাপ জিনিসগুলো বাদ যাবে, ইনশাআল্লাহ ভালোগুলো থেকে যাবে।
দূর্যোগের সময়ে আল্লাহর এই রমাদানের অফার হেলায় হারাবেন না। আজই লুফে নিন!